সেন্টারফোল্ডের মতো ঝলমলে উপস্থাপন -
এই দেখো, না দেখোনা লুকোচুরি
আজ এই হাত কাল ঐ হাত ঘোরাঘুরি -
এইরকম করে আর কতদূর যাবে?
অথচ আমি তো জানি -
জীবন বদলাতে চেয়েছিলে, চারুলতা।

কখন যে মুছে আসে আলো -
কখন যে পর হয় পরিচিত ঘ্রাণ,
মনে রাখবার আয়োজন করেই ভুলেছি তার সব
কথা, ব্যথা, হাসি, অভিমান ; একান্ত অনুভব।

খর রোদ্দুরের -
নিদাঘ দাহকালে
বিভাজনের ছবি দেখি,
আকাশের আয়নায়।
দ্বিখণ্ডিত জীবনের -
উড়াল দ্বীর্ঘশ্বাস
বেপথু হাওয়ায়
বিষণ্ণ পরবাস।

সেই যে নদীটা -
যার বুকের থেকে দেখা যায়,
পথে পথে মায়া ছড়ানো।
তার সাথে দেখা হলে ফের, জেনে নিও -
তার জলের কোন ঘুর্নিতে দুঃখ লুকানো।

আতশবাজির রঙের উৎসবে বিব্রত জোছনা
আমার নিঃসাড় মুখ দেখো -
তোমাদের রঙ্গীন আলোর সৌরভ ;
আমার আধাঁর পোড়ানো, বোঝনা।

অথচ, সহায় হবার কথা ছিল ...
নিশূন্য চরাচরে, মৃত সময়ের ঐ পাড়ে -
সাহস দেবার কথা ছিল অন্ধকারে
কি অদ্ভুত মানবজীবন।

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ