বাংলা ভাষার জন্য

জাহাঙ্গীর আলম অপূর্ব ১৩ ফেব্রুয়ারি ২০২১, শনিবার, ০৩:০৪:০৬অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য

বাংলাকে রাষ্ট্র ভাষা করার জন্য যারা,

দিয়ে গেল প্রাণ,

আজ সেই প্রাণ গুলো ইতিহাসের পাতায়

স্মৃতিপটে অম্লান।

নির্ভীক ছিলেন তারা

পিছনে হাঁটেনি,

বাংলার দামাল ছেলেরা সামনে ছিল

তাই ভয় করেনি।

মায়ের মুখের ভাষার জন্য

ছেলের প্রাণ করল দান,

এই ইতিহাস জগৎ জুড়ে

হয়েছে অম্লান।

রচনাকালঃ

১০/০২/২০২১

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ