বসন্তের ছোয়া

কামরুল ইসলাম ১৪ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ০৯:১৫:৪৭পূর্বাহ্ন কবিতা ২১ মন্তব্য

ফাল্গুনের হাত ধরে তুমি এলে, মনের আড়ালে ~
এক প্রহরের বাসন্তি ছোঁয়ায়, জেগে উঠে আমার হাজার প্রহর ~
স্বপ্নময় হয় আমার একাকীত্বের বুকের প্রান্তর ~
দোয়েলের শিষে সুর বাঁধি, প্রফুল্লতার গানে ~
সর্ষে ফুলের দামাল হাওয়ায় খুঁজে ফিরি অনুভুতির পরশ ~
পলাশ রাঙা আলপনা আঁকি মনের চার দেয়াল ~
শিমুল শুভ্রতায় কাছে টানে ভালবাসার আহ্ববানে ~
আমি কাব্য খুঁজি, গাঁদা ফুলের পাপড়িতে
~
তোমার রেশমী চুলের খোপার বেলী ফুলের সুবাসে ~
জেগে উঠে প্রাণ, বসন্তের রুপবতির সাঝে ~
ছুঁয়ে যায় প্রেম, জীর্ণ মনে জাগায় সজিবতা ~
পাখির কলতানে মুখরিত হয় নিঃসঙ্গ প্রহর ~
তোমার আঁচলের মায়ায় আবদ্ধ হই, নতুন জাগরণে ~
প্রজাপতির আলিঙ্গনে শিহরিত হই, আজকাল ~
বসন্ত ছোঁয়া, তোমার ভালবাসার আহ্ববানে ।।
~~~~~~~~~~~~~~~~~~~~~~
রচনা কাল ঃ ১৩/০২/২০২০
১লা ফাল্গুন

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ