বর্ষণ মন্দ্রিত

সুপর্ণা ফাল্গুনী ২৭ এপ্রিল ২০২০, সোমবার, ০৬:০১:২৫অপরাহ্ন কবিতা ৩০ মন্তব্য

হে বর্ষণধারা, বেলা-অবেলা বোধোদয় নেইকো তোমার?
ভোরের মিষ্টতা, দুপুরের আলস্যে, সন্ধ্যার গোধূলি লগ্নে;
বারান্দা ছুঁয়ে, জানালার কার্নিশ বেয়ে অঝোরে ঝরো।
এক-পা দু'পা করে যে শিশুটি হাঁটছে ,
আধকলি কথার মায়াজালে আবৃত যে'জন;
সে-ও তোমাকে ছুঁতে চায় বিভোরতায়, অবোধ্য ভাবনায়-
শীতল পরশের আহ্বানে।
ছোট ছোট আঙ্গরাখা-শিষ বেয়ে-
গড়িয়ে পড়ে বর্ষণধারা সর্বাঙ্গে।
পূর্ণ অবয়বে খেলে যায় আনন্দের বহ্নিধারা।
বর্ষণ জলে সিক্ত মৃত্তিকার সোঁদা গন্ধে চারিদিক বুঁদ;
শুষ্ক, রুক্ষ পত্ররাশি জেগে উঠে নব বারিধারায়।

0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ