বঙ্গ ললনা

মনির হোসেন মমি ২২ এপ্রিল ২০১৫, বুধবার, ০৮:৪৩:৫৩অপরাহ্ন কবিতা, সমসাময়িক ১২ মন্তব্য

Awesome_1429499404477বঙ্গ ললনা,
ঐ ঘাটে আর যেয়ো না
যে ঘাটে খেয়ায় চড়ে মন মাঝিরা
আনন্দে শুধু ভূ ভূ বাজায়।

বঙ্গ ললনা,
ঐ খেয়া ঘাটে আর যেয়ো না
যে ঘাটে রমণীরা লাঞ্চিত হয়,
পুরুষ শাসিত সমাজে নারীর সম্ভ্রম
নগ্ন তদন্তের অধ্যায়ে তোমার জাতকে
ক্ষত বিক্ষতে করে,
যেয়ো নাকো আর সেই ঘাটে।

বঙ্গ ললনা,
তুমিই বলো না,
এই ঘূণে ধরা নগ্ন নরপংশু সমাজে
কেমন আছো তুমি,
পা দুটো তোমার ধর্মান্ধতায়
কঠিন নিয়মের শৃংঙ্খলে বাধা
তোমার চলা বলার স্বাধীনতায়
হায়না নামক নর পশুদের থাবা।

বঙ্গ ললনা
ঐ ঘাটে আর যেয়ো না
যেখানে দিনে রাতে উঠতে বসতে
তোমার কলংক ছড়ায়
লোলুপ্ত হায়নার জিহবায় নগ্নতার লালা জমায়
যেখানে মা জাতের মর্যাদার হানি ঘটায়
সেখানে আর যেয়ো না।

বঙ্গ ললনা
ঐ ঘাটে আর যোয়ো না
যাকে তুমি ভালবাসো
সেই তোমায় ঠকায়
যাকে তুমি আপন ভাবো
সেই তোমায় ভাবায়
বুঝে না কেউ,
তোমার মনের কথা
মানবে না কেউ,
পুরুষ সমান
তোমার অধিকারের কথা।

বঙ্গ ললনা
তুমিই বলো না
কতোটা সুখে আছো স্বাধীনত্তোর বাংলাদেশে
ঘৃণিত মুখগুলো ঘূড়ছে তোমারি চারিপাশে
বিষ দাতের বিষ ছড়াতে তোমার গর্ভে
যেমনটি ঘটেছিল '৭১ এ যুদ্ধে।

বঙ্গ ললনা
তুমি আর চুপ করে থেকো না
অস্ত্র ধরো কোমল হাতে
ধ্বংস করো সাহসের সঙ্গে
সকল অপমানের বদলা নিতে
রাজপথেও নামতে হবে।

বঙ্গ ললনা
বিস্বাস ভেঙ্গো না
জেগে আছে,জেগে উঠেছে তোমারি বংশধর
'৭১এর ন্যায় হবে নিশ্চয়,পরাজয় পিচাসদের
নতুন প্রজম্মরা এনে দিবে ফের স্বাধীনতার
লাল সবুজ পতাকার পূর্ণ অধিকার।

অংকন:মমি
২১/০৪/১৫

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ