প্রেমের সাত কাহন

স্বপ্ন নীলা ১৪ ডিসেম্বর ২০১৮, শুক্রবার, ০৭:১১:১৪অপরাহ্ন বিবিধ ১২ মন্তব্য

আরে ও মুনিয়ারে!
কিরে মনা !! ডাকিস ক্যারে !

তাল গাছের ঐ পাতার ফাঁকে
মস্ত বড় ভুত যে থাকে
ভর দুপুরে একা হলে
ভুতটা শুধুই কাছে ডাকে
জানিস ! জানিস !

-হুমম- জানিনে, জানিনে
তাল গাছের কাজ নেই
তোর শুধুই ঘুম নেই !

-তোকে আমি ভাল জানি
মানিস ! মানিস !

-হুমম মানিনে মানিনে
-কেনে মুনিয়া কেনে !!

-ভুতটা থাকে তালগাছে
তুই লেগেছিস মোর পাছে !
ব্যাপারকি বল ব্যাপারকি !!

-রাগলে তোকে লাগে বেশ
তুই ছাড়া এই আমি শেষ
জানিস ! জানিস !

- অতশত বুঝি না
এই আমি মুনিয়া
ম্যালা কিছু জানতি চাই
হাতের মুঠে আনতি দুনিয়া

- আহা !! কি কহ ! কি কহ
সবই কি কঠিণ ! কি ভয়াবহ

- ঐ বাড়ির পুরীনে
ঘর করে সতীনে
মারধোর রোজ করে যতীনে

- আমি কি আর যতীনে
তোর থাকবে না কোন সতীনে
বিশ্বাস কর আমারে ! আমারে !

- সিদ্ধান্ত নিবো কিডা সংসারে !!
তুইতো পুরুষ ব্যাটা আহারে !
সব কাজে মাতুব্বরী কররে !

- আহা ! আমি পুরুষ মানুষ
কর্তা আছি সব জনে
সিদ্ধান্তটা ভাগ করিমু
দুজন মিলে এক মনে !!!
রাজি ! রাজি ! রাজি !

-টাকা চাই নে, গইনা চাই নে
চাই আমি সম্মান
আমিও দিতে চাই
তোমায় যোগ্য মান !!

- ঠিক ঠিক ঠিক
মারামারি বাদ করিমু
সুখ দুঃখ ভাগ করিমু
রাজি ! রাজি ! রাজি !

- ঐযে দূরের তাল গাছে
ভুত গেছে ঐ দূর দ্যাশে
আমিও তোরে ভাল জানি
এক্কেবারে সব শেষে ! সব শেষে !!!

 

১ ডিসেম্বর,২০১৮

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ