প্রেমের নদী

হালিম নজরুল ৯ মার্চ ২০২০, সোমবার, ১২:০৭:৫৬অপরাহ্ন কবিতা ৩০ মন্তব্য

তবুও কেবল ইচ্ছে করে যাই ছুটে ঐ নদীর কাছে।
যে নদীটার অহংবোধে পাড় ভেঙেছে সকাল সকাল,
যে নদীটা ডুবিয়ে দিল ভরা ফসল,সুখের বাগান,
অবুঝ মাঠের উচুঁ ঢিবি।
যে নদীটা কেড়ে নিল মাঠের শ্যামল,
মন্দাক্রান্ত অসহায়ের এক মুঠো ভাত।
যে নদীটা ডুবিয়ে দিল ক্ষেতের লাঙল,ঘরসংসার,
অন্ধকারে খুঁজে পাওয়া আলোর নিশান।
ইচ্ছে করে সেই নদীটাই জাপটে ধরি,
আদর করি বুকের মাঝে খুব মমতায়।

যে নদীটা আজও ডাকে পরম মায়ায়।
যে নদীটা আকাশ দেখায়,চন্দ্র,সূরু্য,
হাত নেড়ে কয় কাছে এসো সবই তোমার।
সেই নদীটাই সব কেড়েছে ভিতর-বাহির।

তবুও আমি সুখেই আছি;কি নেই আমার?
নদীর বানে ঘর গিয়েছে,গৃহস্থালি।
তবুও আমি পরম সুখে স্বপ্ন দেখি,
ইচ্ছে করে যাই ছুটে ঐ নদীর কাছে।
ইচ্ছে করে আবর্জনার ঘোলাজলেই সাঁতার কাটি
(জনম-জনম,জনম-জনম,জনম-জনম)।)

***--------------------------------------***

0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ