প্রেত ঝড়

ছাইরাছ হেলাল ৭ এপ্রিল ২০২১, বুধবার, ০৩:০২:২৬অপরাহ্ন একান্ত অনুভূতি ১০ মন্তব্য

 

ভেকেরা আসে ভেক ধরে রাত-দিনে চুপিসারে/প্রকাশ্যে,
অদৃশ্যে ওঁৎ পেতে থাকে, জীবন যাপনের আশে-পাশে পাশে-পাশে,
অসুখ-বিসুখ কান্না-ঘেন্নার প্যাকেজে প্যাকেজে,
হাত-পা, পা-হাত ছড়িয়ে, তুমুল আনন্দে বগল বাজিয়ে;
নূতন সাজ-পোশাকের বাহির-বদলে
সুখ-সুখ মুখ-প্রোফাইলে;

হৃদয়ে হামাগুড়ি দেয় মিশমিশে কালো কিলবিলে
তরমুজ-বিচিতে, শূন্য-খাতা শূন্য-পাতা।

হো হো হা হা হি হি চা/কফির ঝড়,
হাঁটতে হাঁটতে বাদাম-খাওয়া-হাসির গড়াগড়ি,
হাঁটু গেড়ে বসে স্লোগান, নাকের ডগায় মেরে তুড়ি,
দেখা হবে বিজয়ে!!

উহ্-হু, এ এবার কোথাকার কৌন বিজয়!!
আগে কী শুনেছি, দেখছি এমন কিছু? না-তো!!

করোনাকাল যাবে/যাচ্ছে চলে,
ফিরে আসবে নিত্য নূতনের ছোবলে,
জীবন ঠায় দাঁড়িয়ে থাকে নির্ভীকে,
দিনে রাতে, রাতের দিনে,
তোয়াক্কায় না-রেখে প্রেত ঝড়কে;

ছবি নেটের।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ