দূরত্ব...

প্রশ্ন :-  কতোটুকু কাছে থাকলে, তাকে কাছের মানুষ বলা যায়?
একহাত, দুইহাত নাকি পাশাপাশি ছুঁয়ে থাকা?
আর কতোখানি দূরত্বে বহুদূরের মানুষ হয়ে যায়?
ভৌগলিক সীমারেখার বাইরে গেলে, চোখের নাকি মনের আড়াল হলে, কাকে বলে দূরের মানুষ?
ওই যে আকাশে অজস্র তারা, ছোঁয়া যায়না; তবু কেন এতো কাছের লাগে?
ওই যে আকাশ আজও তাকে জড়িয়ে নিতে পারিনি---
তবু, কেন কান্না পেলে ওই আকাশের দিকেই দৃষ্টি যায়?

পার্থক্য :- দূর আর কাছের মধ্যে কতোটা পার্থক্য এ উত্তর খুঁজছি আমি।
আমার পাশে তুমি আছো, অথচ বড়ো অচেনা লাগে। তুমি কি তবে দূরের মানুষ!

দ্বন্দ্ব :- একই ঘরের চালের নিচে পান্তাভাতে এতো স্বস্তি কেন, আর তোমার মার্বেলপাথরের টেবিলে এতো পথ্য কেন? হাজার হাজার, লক্ষ লক্ষ প্রশ্ন জাগছে মনে। বলতে পারো কতোটুকু ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়? কতোটা সময় পরে সম্পর্কে মরচে ধরে? কতোকাল গেলে মনে হয় নাহ সত্যিই একসময় ভালোবাসা ছিলো! কোথায় দূর, কোথায় কাছে, ভালোবাসা, সম্পর্ক, বেঁচে থাকা নিয়ে প্রশ্নগুলো আলপিনের মতো খোঁচায়। তবু সবকিছুর মধ্যে খুব কাছের লাগে এই হাসিটাকে।

হ্যামিল্টন, কানাডা
১৪ ডিসেম্বর, ২০১৭ ইং।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ