প্রণতি

ছাইরাছ হেলাল ১৪ এপ্রিল ২০১৭, শুক্রবার, ১১:৩৭:২৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৭ মন্তব্য

ফেরার পথে যদি বলেই ফেলি,
এই-যে কুহকিনী
কার ঘাড়-মটকে এখানে এলে, এখুনি!!
শাস্ত্রীয় বিধান মেনে, ঝেড়ে ফেলে সব লোভ,
তর্পণ করো এ-ই দেবতাকে;
প্রতিমার পূর্ণতা দেবো তোমাকে,
তুমিই তা-পাবে!!

প্রণত হও চিরন্তন পরমসত্তায়,
অবিস্মিত উদারতায়, স্থির প্রজ্ঞায়,
প্রাণবন্ত মুক্তোদানার বৃষ্টি, তুমিই পাবে।
কপট কুয়াশার শিশুতোষ প্রহেলিকা
অব্যক্ত ঈর্ষা-কাতরতার অগ্নিকুণ্ড ছুঁড়ে ফেললে,
একমাত্র তুমি-ই পাবে, পুণ্যময়ী পবিত্রতা!!

অবরুদ্ধ দ্রবীভূত বুকফাটা ছটফট,
জ্বলবে-না আর দাউ-দাউ যন্ত্রণার জ্বলন;
প্রাণ-মন জুড়ানো ঐশী-আলোর-বন্ধন,
শুধু তুমি-ই পাবে!!!!

বহুরূপিনীর কূটবেশ ফেলে দিয়ে,
উন্মাতাল-ঝলমল নিমজ্জনে, জ্যোৎস্না-স্নানে এসো;
লজ্জা ভেঙ্গে পেলব ভালোবাসার উর্বর-রমণীয়-কমনীয়তায়
রক্ত-সজীবতার উষ্ণ-আবেদনে, এসো;
এসো, দেবতার অলৌকিক নগরে,
এবারের বৈশাখে;

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ