প্রকৃতি ও নিয়তি

রিমি রুম্মান ২২ মে ২০১৪, বৃহস্পতিবার, ০১:০৩:৩৮পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য

কুয়াশামগ্ন সেই সকালে
চারিপাশ ধোঁয়াটে ছিল বলে
দেখিনি খুব কাছের তোমাকে।

দুপুরের তির্যক রোদ
দু'চোখ পুড়িয়েছে বলে
দেখিনি কাছেই থাকা তোমাকে।

বৃষ্টিমগ্ন সন্ধ্যাটা প্রবল বর্ষণে
ঝাপসা হয়ে এলো বলে
দেখিনি, সত্যিই দেখিনি তোমাকে।

প্রকৃতি আর নিয়তি খেলেছে বলে
কোন খেদ কিংবা নালিশ নেই
আজ আমার ঈশ্বরকে ।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ