পিতারঅন্তরায়

আলমগীর সরকার লিটন ১৫ আগস্ট ২০২০, শনিবার, ১১:১৫:৪৯পূর্বাহ্ন কবিতা ২০ মন্তব্য
  1. ===============================

হায়নাদের ষড়যন্ত্র বুঝা বড় দায়ছিল

কিছু মিষ্টি কোকিলদের গান শুনা যেতো বেশ-

অথচ সেই দিন কালো মেঘের দল

তেড়ে আসছিল ঠিকই ! কিন্তু স্বার্থসন্ধি কোকিল

নিশ্চিপ- নিঠুর হায়নাদের আনন্দ বহর

এগে এলো তারপর এক রক্তগঙ্গা প্রবাহিত করলো

নিজেদের বুকে! বলো কি লাভটা পেলে-

এ বাংলা কি পেয়েছিলে হায়না দল ? তারা সত্যই

বুঝচ্ছে- ভুলছিল সেইদিন বুলেট ছুড়া;

কোলুর বলদরা ইতিহাস লেখলো প্রজন্মের জন্য

ইতিহাস পড়ছি আর পড়ছি বিম্ময় হচ্ছি!

হায়নার চিৎকার শুনতে পাই কৃতকারীর মৃত্যু নাই!

সাড়া বাংলা গাইছে তোমার যত গান-

সোনার বঙ্গবন্ধু ‍তুমি মরও নাই- তুমি পিতার অন্তরায়।

২৬  শ্রাবণ ১৪২৬, ১০ আগস্ট ২০

------------------------------------------------

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ