পাটকেল

সাখিয়ারা আক্তার তন্নী ৩০ অক্টোবর ২০১৯, বুধবার, ০৩:০৭:০৯অপরাহ্ন রম্য ১৬ মন্তব্য

মেয়েঃ- শুনো বাবু,
তোমার Height আরেকটু ভালো হওয়া দরকার ছিল।
জিম করবা
দেখতে Handsome লাগবে।
ছেলেঃ- আচ্ছা,ব্যাপার না

মেয়েঃ-বাবু,তোমার কিন্তু Forigen Cadre এ হতেই হবে।
তা না হলে আমি কিন্তু লজ্জায় শেষ,
বাসায় তো কিছু বলতেই পারবো না।
ছেলেঃ-হুম,
তারপর আর কি চাই তোমার জান পাখি?

মেয়েঃ- Smart থাকবা ঠিক আছে,
Brand এর শার্ট/প্যান্ট/­গেন্জি/জাঙ্গিয়া /জুতা /মুজা/জামা যা পারো সব Use করবা,
আর,হ্যা
একটা Brand এর ঘড়ি কিনতে কতো টাকা লাগে?হুম!
সম্মানের ছিটে ফোটাও রাখলা না।
Self-Respect থাকলে এই দশা হতো না।
আর এরকম খচ্ছরের মতো আমার আশে/পাশে সস্তার জিনিস পরে ঘুরবা না,
বুঝছো তুমি!
বান্ধবীর সামনে আমার
হাত/পা/নাক /কান সব কাটা যায়।
ছেলেঃ-জান আর কিছু?

মেয়েঃ-সস্তার লোকদের মতো,
দু-পাতা টিপ/এক ঘাচি কাচের চুড়ি/দু-পয়সার আলতা /ঝুমকো লতা নিয়া আমার পিছনে ঘুরবা না।
ফোনে পর্যাপ্ত টাকা রাখবা,
আচ্ছা তুমি কি?
তুমি কেমনে আমারে রাস্তার unhygienic খাবার
offer করো?হুম
অন্যদের দেখে,
অন্তত দেখে কিছু শিখো।
তোমাকে আমার আর কিছু বলার নাই।

 

ছেলেঃ-হুম,জান এই টুকু!
কেমনে Possible?
এই টুকু তোমার চাওয়া?আমিতো ভাব ছিলাম তোমার জন্য আকাশে যায়া মাটি কাটবো।
ফারাক্কা বাঁধের উপর তাজমহল গরে তুলবো।
সুন্দর বনের গাছ কেটে সেখানে apartment এর ব্যাবসা করবো।
না বাবু,তুমি কিছু মনে চেপে রাখবানা,
তোমার আর কি ইচ্ছা বলো।
অন্য মেয়েরা কতো কি চায়!
ঐ দিনেই তো আমার বন্ধুর Girl friend বাঘের পিঠে চড়ে সারা ঢাকা শহর ঘুরতে চাইছে।
আর তুমি এই টুকুতে খুশি!
I can not believe this.
l am honestly Surprised.

মেয়েঃ-হুম,
তুমি আমার সাথে অন্য মেয়ের সাথে তুলনা করবা না।
আমি আর পাঁচটা মেয়ের মতো না।
আমার Family সংস্কার আছে।
আমি আর কি বলবো, চাকরি হলে প্রথম অবস্থায় শশুর আব্বার থেকে টাকা নিবা+ব্যাংক লোন নিবা,
তারপর বাড়ীধারায় Duplex বাড়ী না পারো,অন্তত একটা Flat কিনবা।
( সে ক্ষেত্রে বাপের জমি বেঁচবা না /ঘর বেঁচবা আমি জানি না)।
ছেলেঃ-ও,আর কিছু?

মেয়েঃ-আর বেশি কিছু না শুধু আমার Flat টা Fashionable Furniture দিয়া সাজায়া দিবা।
ছেলেঃ-মনা,ও মনা
তোমার ঐ Flat এ কে কে থাকবে?
মেয়েঃ-কেন?তুমি আর আমি
আমাদের একটা ছোট বেলকনি থাকবে।
সেখানে তুমি আর আমি রাত্রি বিলাস করবো।
আর শুনো আমি কিন্তু আম্মুকে আমাদের Flat এ রাখবো।
আমি আবার খুব Home Sick.
ছেলেঃ-তাই বাবু?
মেয়েঃ- হুম,

ছেলেঃ-আমার আব্বা/আম্মাও আমাকে অনেক ভালোবাসে।
তুমি, আমি সবাই এক সাথে থাকবো,হুম
মেয়েঃ-আরে না,কি বলো এসব?
দেখো আমার স্পষ্ট কথা
তোমার বাবা-মা গ্রামে থাকবে।
মাসে কিছু টাকা পাঠায়া দিবা, এসব টানতে পারবো না।

 

ছেলেঃ-ওরে হারামজাদি কালা কাউয়া,তোর নিজের Height টা দেখছোস?
তর এই তিন স্তরের Make up দেখলে তো আমার আর রুচিতে কূলায় না।
পারলে ঘষা-মান্জা দিয়া একটু মানুষ হ,
আমি জিমে যামু,তাই না?
নিজেরে চাইয়া দেখছোস, এককেরে মিষ্টি কুমড়ার মতো যে লাগে।

আর কি Foreign Cader?
তা তোর বংশে কয়টা সরকারী পিয়ন আছে?
শুনি একটু!

আমি দুই টাকার টিপের পাতা নিয়া ঘুরি?
আমি না হয় টিপের পাতা নিয়া ঘুরি।
তোর তো সেপ্টিপিন কেনারো মুরাদ নাই।
আমার Self-respect নাই,Brand এর কিচ্ছা শুনাও..
তুই তো মেসের এই আপুর ওরনা,তো ঐ আপুর জুতা,নয়তো অন্য আপুর গামছা নিয়া ঘুরছ।
আমি কি তা বুঝি না?

তাও আবার
বাড়ীধারায় Duplex বাড়ী ? তা,জীবনে কোন দিন চকবাজার /কাউরান বাজার দেখছিস?

Fashionable Furniture তাই না?
জনম পার করলি মেসের বড় আপুদের ফেলে যাওয়া চৌকি দিয়া,ভাব কতো

তোর বেলকনি আর রাত্রি বিলাস নিয়া তুই থাক।
আর আমার মা/বাবা গ্রামে থাকবে না?
এই জন্য আমাকে মানুষ করছে?তাই তো
এখনো হাত পেতে আব্বার থেকে টাকা নেই,
আর আমি কি না মাস গেলে আব্বার হাতে কিছু টাকা ধরায়া দিমু।
এমন খারাপ সময় যেন কখনো না আসে যে আব্বার হাত-পাতা লাগে।
দরকারে আমি সারা জীবন আমার বাপের কাছে হাত পাতবো।
মায়ের আঁচল ধরে ঘুরবো তার জামানো খুচরো ভাঙতি টাকার জন্য।

আর শুন,
যে List ধরাইছোস তা
Full-fill করতে পারলে, শরীয়ত মতো চারটা বৌউ,
তিনটা শালি
আর তোর মতো,
দশটা Girl-friend পোষা যাব

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ