পাখিসব করে কলরব

ছাইরাছ হেলাল ৭ আগস্ট ২০১৮, মঙ্গলবার, ০৭:১৮:৩৩পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য

ভোর-পাখির কলরব কানে আসুক বা না-আসুক
হৃদয়ে তার নিত্ত যাওয়া-আসা,
যাযাবর/মুসাফির হৃদয়ে তার নিত্ত কামনা;
ঐ পাখিদের চোখে চোখ রেখে অজানায় ভেসে যাওয়া
প্রণয়-হৃদয়ে তার নিত্ত অপেক্ষার পালা;

অপেক্ষার-রাত শেষে আবার অপেক্ষা,
আবারও আরও অপেক্ষা, কোন এক সকাল-পাখির,
ভেজা ভেজা ডানায় রঙিন-গন্ধ-পরাগ;

ভুলে যাই অপেক্ষারা ফিরে-ফিরে আসে না
আসবেও না;

যাযাবরের চমক-হৃদয়ে আলোক-বর্ষার ঝলক,
পাখিদের চোখে রাত-জাগা-ক্ষত;

তবুও পাখিদের ডাকে ঘুম ভাঙ্গে, স্বপ্ন/দুঃস্বপ্ন হু-হু রাতে
কবিতা-পাখিরা অপেক্ষা-কাঁপা-হৃদয়ে জেগে থাকে।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ