পাকিপ্রেমের আত্মকথা

হালিম নজরুল ২৫ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার, ০৬:৫৭:৩৬অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য

আজ জিতেছে বাংলা স্বদেশ তবু কেন হাসো না?
আসল কথা মাতৃভূমি মোটেই ভালোবাসো না।

টাইগারেরা হারলে বলো "এদেশটা তো আমার না।
পাকিস্তানের বিপক্ষে যাই ! আমি অমন চামার না।
দাদা ছিল খোদ রাজাকার, নানা ? পাকিস্তানী সে,
মামা ছিল স্বাচ্ছা গোলাম টানতো তাদের ঘানি সে।
কে বাবা তা নেইকো জানা, এইটা নিয়ে 'সন্দ' কী?
হোক না তাতে কি আসে যায়!রক্ত পাকি মন্দ কী!
একাত্তরের যুদ্ধকালেও দিন কেটেছে আরামে,
দেশটা দুভাগ করল কিছু অসৎ নিমকহারামে।
উর্দু ছিল প্রাণের ভাষা, পাল্টে দিল বাঙালরা,
বসলো চেয়ে স্বাধীনতা সেই সে অবুঝ কাঙালরা।
একটু না হয় ভাগ বেশি নেয়, তাতে এমন কি ক্ষতি,
ওরা তো ভাই, নিক না বেশি, এক ভরিতে দশ রতি।
মুসলিমেরা ভাই-ভাই সব, নিক সম্ভ্রম মা - বোনের,
নিক না কেড়ে রক্ত কিংবা জীবন প্রিয় ভাইগণের।
দেশটা কেন দু'ভাগ হবে রুশ ভারতের সাহায্যে,
তাই রাজাকার ছিল মামায়, ব্যস্ত ছিল সে কার্যে।
মানছিনাকো এদেশ স্বাধীন,এই পতাকা আমার না,
পাকিস্তানের বিপক্ষে যাই ! আমি অমন চামার না।
তাইতো পুষি স্বপ্ন, মনে লাহোর-পিন্ডির পথ আঁকা,
খেলার মাঠেও বহন করি পাকিস্তানের পতাকা।"

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ