পরিণতির তৃতীয় পৃষ্ঠা

হালিম নজরুল ২৬ ফেব্রুয়ারি ২০২০, বুধবার, ০২:৩৯:১৩পূর্বাহ্ন কবিতা ২৫ মন্তব্য

তখন আমি নি:স্ব নিসম্বল
একলা একা দাঁড়িয়ে ছিলাম ওঁতে
খেয়ে পান্তা পানি ও অম্বল
গা-খানাকে ভাসিয়ে দিলাম স্রোতে

ভরদুপুরে স্রোতের সে কি তেজ!
এক নিমিষেই ভাসিয়ে নিল দূরে
আনলো টেনে শীর্ণ নদীর লেজ
সাগরবুকে বিকেল সন্ধ্যা ঘুরে

সাগরবক্ষে অন্ধকার এক পথ
চিনিয়ে দিল আকাশছোঁয়া কল
যদিও সেথা ছিল আলোর রথ
বেছে নিলাম প্রতারণার ছল

তখন আমার সূর্যছোঁয়া রাত
তাই তো আমি ধার ধারিনা কারো
চক্রবৃদ্ধি চোখের ধারাপাত
হিসাব মেলায় মহাকাশের আরও

অন্ধকারে অন্ধ আমি যেই
ভাবছি কেবল আমি ঈশ্বর রব
হঠাৎ দেখি সেথায় আমি নেই
পথ হারিয়ে গভীর খাদে শব।
-------------------0 0-----------------

0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ