পথের সীমান্তে

ছাইরাছ হেলাল ২ অক্টোবর ২০১৮, মঙ্গলবার, ০৯:৪৮:০৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য

পথ মিশেছে সীমান্তে,সীমান্ত এসেছে পথে,
তবুও, পথ পথেই থেকেছে,
সীমান্ত সীমান্তেই;
বাঁকা পথ বেঁকেছে বারে বারে
মলিন দীর্ঘ নিঃশ্বাসে;

রোদ-ছায়া ছায়ার রোদ
ক্ষয়ে-ক্ষয়ে যাওয়া পদ চিহ্ন
তাও ছিল,

বিলক্ষণ ছুঁয়েছে তা সীমান্তে,
আনন্দ-নিশ্চল-চঞ্চল চিত্তে;
বিসর্জনের শব্দাশ্রু তাও তো ছিল,
বনেদী মেঘের ডানায় বৃষ্টিও জমা ছিল,
অপেক্ষা ছিল ঝরে পড়ার!

পরস্পরাশ্রয়ী অনবচ্ছিন্ন অনাবৃত
রূপালী-ভালোবাসার অনন্ত জীবনের সৌন্দর্য দৃষ্টি-বৃষ্টি
তাও তো ছিল!

উত্ত্যক্ত করা সোমত্ত-সীমান্ত সীমান্তেই
কুহক ডেকেছে!!

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ