পথিকের ছায়া-জিরনো

ছাইরাছ হেলাল ৯ নভেম্বর ২০২০, সোমবার, ১১:৪৭:০৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৬ মন্তব্য

 

অরণ্যতা নিয়ে হাঁটা পথে একটি সু-পুরুষ/সু-নারীর মত
ক্রমাগত দাঁড়িয়ে থাকে একটি বৃক্ষ, পত্রালী শাখা বিস্তারে;
হৃদয়বান/হৃদয়বতীর মত প্রচুর/প্রভূত পক্ষপাত পাখিদের প্রতি,
সারাক্ষণের ডাকাডাকি কানাকানি কেউ না কেউ,
কুয়াশা ভেজা পাতাদের গা-থেকে টুপটাপ গড়িয়ে পড়ে জল,
জল পড়ে, পাতারা নড়ে না;
হয়ত ফিরে-না-আসা পাখিদের দীর্ঘশ্বাস চুইয়ে পড়ছে।

সান্ধ্য-আঁধার নেমে এলে জোনাকিরা গল্পের আসর বসায়,
সারিসারি প্রদীপ জ্বেলে, বিলাপ-হীন রূপ-রেখায়,
ঝরো হাওয়া রুখে দাঁড়ানোর বিরল পাতারা আবার জাগে, সহজ-সবুজে,
প্রতিবেশী পেশল বৃক্ষদের তোয়াক্কা না করে, নরম রোদে গা –মেলে,
ধ্যানী-রহস্য –পথিকের অপেক্ষায়;

প্রশান্ত হৃদয়ে মুখ টিপে হেসেছিল (পথিক) ছায়া জিরনোতে,
সেই একটিবার-ই।

ছবি নেটের।

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ