পত্রকাব্য

সুপর্ণা ফাল্গুনী ২৬ ফেব্রুয়ারি ২০২০, বুধবার, ০৮:৩০:০৫পূর্বাহ্ন কবিতা ১৯ মন্তব্য

রুগ্ন, মরা পত্রবল্লবের কম্পনে বেদনার সুর ,
অন্তিম যাত্রায় শরিক হওয়া উলঙ্গিনী পাতাদের আর্তনাদে -
প্রকৃতি ও নারী একাকার বিরহের সুর-মূর্ছনায়।
নবপল্লবের আত্নচিৎকারে উড়ছে নতুনের কেতন;
গাত্রে মাখামাখি আঁতুড়ীয় সুবাস-
আকাশ-বাতাস সুমিষ্টতায় পরিপূর্ণ ,উদ্বেলিত।

শুকনো পাতারা আড়মোড়া ভেঙে ঝরে পড়ছে মৃত্তিকা গহ্বরে।
চরণে শিঞ্জিনীর ছন্দঝর্ণা-
ব্যথার আকুলতা ছড়ায়।
অমরাযুক্ত স্তন্যপায়ীরা কুড়িয়ে সযতনে
মুঠি মুঠি ধরে শ্মশানে ছুঁড়ে ফেলে;
অখাদ্যকে খাদ্যে রূপান্তরে-
লেলিহান জ্বলন্ত উনুনে পুড়ছে অক্সিজেনের আধার।
মনুষ্যজাতিকে বাঁচাতে জীবনে-মরণে অঙ্গীকারবদ্ধ ;
পুড়ছে ,জ্বলছে কাষ্ঠের সহমরণে।

নবধারা বর্ষিত ঝিরিঝিরি প্রকৃতির আবক্ষে ।
নবপত্রে সেজেছে উদাম শাখা-উপশাখা ।
একগুচ্ছ পুড়ছে অনলে,
একগুচ্ছ মর্দিত পদদলে,
একগুচ্ছ নিমজ্জিত পথের বাঁকে বাঁকে গেরুয়া বসনে।
একগুচ্ছ ভেসে চলে নির্ঝরনীর তরঙ্গে গন্তব্যবিহীন।
মলয়-সমীরে উড়ছে পতপত করে পত্ররাশি- নভশ্চর সদৃশ।

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ