পতন

হালিম নজরুল ২২ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার, ০৯:০৫:২৫অপরাহ্ন কবিতা ১৯ মন্তব্য

পূর্ণিমায় দুলে ওঠা চাঁদে আজ আলোর ঝলক,
ফুল-পাখিদের কণ্ঠে কণ্ঠে প্রেয়সী সানাই।
দূরের জঙ্গলে হায়েনার উল্লাস,
লালসায় কাতর সবুজ ব-দ্বীপ।

এমন চাঁদ উঠেছে বহুবার আমাদের আকাশে
হায়েনার শ্যেন দৃষ্টি পাঠিয়েছে যা সুদূর নির্বাসনে।
গতকাল যার আলোয় ফুল ফুটেছিলো আমাদের গাঁয়
তারও বসবাস আজ তারার দেশে।
তাই আজ শিউরে উঠছে সভ্যতার তাবৎ শরীর,
আকাশে বাতাসে মৃত্যুর সনদ।

পূর্ণিমার সর্বাঙ্গে তবে কিসের খবর?
নতুন কোন রেনেসাঁর?নাকি আবার কোন নক্ষত্রপতন?আমাদের আগুনের থাবায় তারা হবে আরও কত চাঁদ!
আমাদের লালসায় ভেসে যাবে আরও কত বর্ণিল সময়!

**---------------------------------------------**

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ