নীল অন্ধকারে নিঃশ্বাস…..

নীলাঞ্জনা নীলা ৩০ মার্চ ২০১৪, রবিবার, ০১:২৬:৫০অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য
  • মেলে ধরা দিনের শরীরে

লক্ষ-কোটি ঝাড়বাতির লাল-
নীল আলোয়
অসহ্যতম এক জীবন ,
আর বিরক্তিকর শ্বাসের শব্দ ।
সোনালী দাঁত বিদ্ধ
করে অন্ধকারের গায়ে
দূর্গন্ধ ছড়ায় চারদিকে ।
নুয়ে পড়ে শরীর তীব্র মানসিক
যন্ত্রণায়---
শরীর চায়না আর শরীর ।
অকালবোধনের প্রারম্ভে ,
এ কি চিহ্ন এঁকে যাচ্ছে !
অস্থির , বিপন্ন
চেতনা হানা দেয় মানবিক
অস্তিত্ত্বে ।
ত্রাহ্য স্পর্শে সেই জপমন্ত্র
পুষ্পিত ডালায় আর সাজেনা ;
আহ্ অতৃপ্তি !
হায় চেতনা !
অন্ধকারের আলোয় গন্তব্য
খোঁজে...
কোথায় তুমি ?
রোষ্টক , জার্মানী ।
সেপ্টেম্বর ৩ , ২০১০ ইং ।
**সারা বিছানায় প্রচুর কাগজ ।
প্রয়োজনীয় ফাইলের ভেতর
পেয়ে গেলাম একটি অতীত ।
অনেকক্ষণ ভাবলাম , কি করি এই
ছোট্ট চিরকুটটাকে নিয়ে ?
একেকটি অতীত
উপড়ে ফেলে ২০১৪ সালের ২৬
মার্চে এসে পৌঁছেছে জীবন ।
এখনও জীবনের পাতায়
কোনো আপসোসের জন্ম হয়নি ,
আর তাই অনেক
মিষ্টি করে হেসে উঠতে পারি ।
যে কোনো অবস্থায় ,
যে কোনো অবস্থানে থেকেও...
ছবিটি তোলা হয়েছে বেলজিয়ামের
নামুর শহরে ।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ