নিয়তি

মনির হোসেন মমি ২৪ মে ২০১৫, রবিবার, ০৯:০১:৫৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ২২ মন্তব্য

2015_03_11_10_08_55জীবনে এমন কিছু সময়ের আগমন ঘটে
যখন অনেক সত্য প্রকাশে
অপরাগতার ভাব জাগে মনে
তখন একান্ত বাধ্য হয়েই
সত্যকে আড়াল করে মিথ্যের জয় গান
গাইতে হয়।

যখনি ভাগ্যাকাশেঁ,
সু-প্রসন্নতার সুযোগ আসে
তখন সব দিক দিয়েই আসে,
কোনটা রেখে কোনটা গ্রহন করি
এমন সঠিক সিদ্ধান্ত নেয়ার মাঝে
অনেক সু-স্বপ্নরা,
ঝড়ে যায়।

ছেলে বেলার লেখার পড়ার হাতে খড়ি
“সকালে উঠিয়া আমি মনে মনে বলি”
ভাল হয়ে চলতে,
জীবন জ্যামে হয় পড়তে
অসাধুরা বাস করেন,
অট্রেলিকার মাঝে
সাধু সব সন্ন্যাসী হয়ে,
থাকেন কুড়ের ঘরে।

জাত চোর চুরি করেন
ঘরে শিং কেটে
বিবেক চোর চুরি করেন
কলমের টানে
চোর চোর সবাই চোর,
ধরে কেবল জাত চোর
জাতি ধ্বংসের বিবেক চোর
থাকেন নিরাপদে।

কিছু অপ্রত্যাশিত বিষয়,
না চাইতেই ঘটে
যেখানে বাঘের ভয়,
সেখানেই উপস্থিত হয়
অন্যের অপরাধ নিজ কাধে,
অনায়াসে আসে
ভাগ্যের নির্মম পরিহাস,
তাকেই বলে।

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ