নিশিকাব্য

প্রদীপ চক্রবর্তী ২০ আগস্ট ২০২০, বৃহস্পতিবার, ০৬:০৬:৫৫অপরাহ্ন কবিতা ৪০ মন্তব্য

নিস্তব্ধ রজনী,
নির্ঘুমে আচ্ছন্ন সেনানী।
কালরাত্রির কালকন্ঠে আবিষ্ট লক্ষ্মী পেঁচা।
ঘুমঘোরে অতন্দ্র প্রহরী বংশীয়ালা।

নিস্তব্ধ নীড়ে বইছে যোজন বিয়োজন,
নিকষ রাতের অভিসারে ঘুমন্ত পাখির গুঞ্জন।
ঘাসের ডগায় জমেছে শিশিরজল,
শীতল পরশে প্রস্ফুটিত শিশিরসিক্ত দূর্বাদল।

অভিসারিণীর স্নিগ্ধ পরশে,
লোহিত গোলক পিণ্ড উদিত হয়েছে ভোরের আকাশে।

নিস্তব্ধ রাত উপেক্ষা করে,
মাধুরী প্রত্যাবর্তন করে কাক ডাকা সদ্যভোরে।
দারুচিনির জলতরঙ্গে,
বাজছে সেতার সেথায় মুঠোভর্তি ফুসমন্তরে।

শারদ প্রভাতে স্বপ্নের সন্ধানে,
কিশোরকিশোরী ফুল কোঁড়ে নিভৃত কাননে।

0 Shares

৪০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ