নিনাদের আওয়াজ নেই

বন্যা লিপি ১ মার্চ ২০২১, সোমবার, ১২:৫৬:৫৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য

আগাম সংকেতহীন ফুঁৎকার নিনাদের ডামাডোল!

অপ্রস্তত নগরের বিদ্ধস্থতার করুন চিত্রের প্রকাশ্য বিবরন।

এখানে বলয়হীন মানবের ইতিকথা রাখা আছে ধুসর পোষ্টারের অক্ষরের ছায়ায়। পরিধীহীন দুঃখনদী আছে একটা। যার তীর ভাঙা ইতিহাস সেঁটে আছে পোড়া দেয়ালের ইট গাঁথুনির ফাঁকে ফাকে। ক্ষুদ্রাতিক্ষুদ্র  বালু সিমেন্টের গাত্রে লিপিবদ্ধ প্রহসনের দালিলিক সিলমোহর।

বাতাসে ভেসে বেড়াচ্ছে এক একটা শব্দের মুহুর্মুহু ধ্বনি।

সুরে বাজে তবু এ নয় মিথ্যাচার, এটাই সত্যি।

ধ্বংস যজ্ঞের মাঝখানে দাঁড়িয়ে ঝাণ্ডা ওড়াবার তীব্র আস্ফালন।

মিথ্যে বড় শৈল্পিক শিল্প।

একে যত্নে রাখতে হয়।

একক স্বৈরতন্ত্রের অধিকার বলে পৃথিবী দাবড়ে বেড়ানো নিরো।

বাঁশি বাজিয়েই যায় পোড়া শহরের বুক পাঁজরে দাঁড়িয়ে......

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ