নিঃশব্দতা

আরজু মুক্তা ২৭ অক্টোবর ২০২০, মঙ্গলবার, ১০:০৯:১৪অপরাহ্ন কবিতা ২৬ মন্তব্য

 

হেমন্তের পাতা ঝরার শব্দ শুনবো বলে
নিঃশব্দে অপেক্ষা করেছি
তোমার ফোনের জন্য ,
হয়তো শুনবো, " একসঙ্গে বের হবো! "

বিরান ভুমিতে সেই একাকী থাকলাম!
আবারও অপেক্ষা ---
বললে, " কাল সকালে ড্রাইভে যাবো! "
কাপ্তাই লেক!

অপেক্ষায় থেকেছি!
গোলাকার চাঁদ, খোলা আকাশ
লেক, কিছুই দেখা হলো না
কবিতা লেখার উপাদানও
পেলাম না!

আজ তোমার জন্য অপেক্ষায় থাকবো না,
প্রতীক্ষা করবো।
' প্রতীক্ষা ' শব্দটি আলমারীতে তুলে রাখবো;
' অপেক্ষা ' দরকারি শব্দ
' প্রতীক্ষা ' যথার্থ শব্দ ;
এখন তোমার জন্য প্রতীক্ষা বৃক্ষের মতো।।

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ