নাবালক প্রতীক্ষা

ছাইরাছ হেলাল ২৭ জানুয়ারি ২০১৭, শুক্রবার, ০৬:৩৬:৩৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৫ মন্তব্য

এ যেন অনেক কাল ধুন ধরে বসে থাকা
লিখব বলে,
কৈ? কিছুই-যে লিখছি না, পারছি না-তো লিখতে,
আনন্দ-বেদনার-নদী ছুঁয়ে এবারে রক্তাক্তের অনুভবে
লূ-হাওয়া,
সাঁতরে বেড়ানো জলনদীর ভেজাবালি শুকোতে না শুকোতেই
ঝড় এলো,
এলো ঝড়, আম পড় আম পড়, না, আম নেই-তো,
নেই বৃষ্টিধোয়া শ্বেতপাথরের ঝক্‌মকে জবরজ্যোৎস্না,
আছে, কাদামাখা জলচোখ,

ফিরে গেছি একাকীর সেই অরণ্যহাহাকারের নিঝুম দ্বীপে,
খাঁ খাঁ শূন্যতায় সাঁতরাতে সাঁতরাতে,
হে আমার একাকীত্ব, আঁচোলের ফেঁসোটা ছুঁড়ে ফেলে,
লেখাবুকে, এবার, আর একবার বাঁধ ওই আঁচল জুড়ে,
নাবালক প্রতীক্ষা শেষে
লিখে ফেলি, দু’এক কলম, যা হয়নি লেখা আজও।

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ