নভোনীল আমি

পারভীন সুলতানা ১৮ আগস্ট ২০১৫, মঙ্গলবার, ০৮:২০:৪৭অপরাহ্ন কবিতা ১১ মন্তব্য

কি দেব আমি ?
দেবার মত কিছুই নেই আমার
আমি বৃক্ষ নই, নই মহীরুহ পত্রপল্লবে বিস্তার
চৈত্র খরায় দেব সামান্য ছায়া ধুসর।
বরং বলতে পার,আমি জলহীন পাণ্ডুপত্র আমি
আমার দীর্ঘশ্বাসে শোনা যায় ঝরা পাতার মর্মর ।
সামান্য পুষ্প বৃক্ষ নই যেমন
ফুল ফুটাব হরেক রঙ আর সুঘ্রাণ,
ফুলেল শোভা বা সুগন্ধে উদ্বেলিত হবে মনপ্রাণ ।
কিছুই নেই আমার
রিক্ত নিঃস্ব আমি, বেদনা জর্জর ।
আমি ভরা পূর্ণিমা হতে পারিনি,
কি করে দেই উপহার আলোকিত বাসর !
কিংবা এক দুই করে নক্ষত্র গোনার অবসর ।
মাটির প্রদীপ কিংবা মোমবাতি যদি হতাম
তোমার পথ চেয়ে টিমটিম করে জ্বলতাম।
তুমি খুঁজে পেতে ঘর,
নই শস্যক্ষেত, তোমার আঙিনায় উর্বর
নই খরস্রোতা নদী কিংবা বিশাল মহাসাগর;
না হয় উর্বরতায় পরিপূর্ণ হত তোমার সংসার।
আমি জলধ নই , শ্রাবণ ধারায় সিক্ত হবে বসন
আঁচল সিঞ্চনে,বিন্দু জলে করবে সূর্যস্নান।
নই সামান্য শিশির, টুপটাপ ঝরে পড়বো ঘাস বিছানায়
তোমার ক্লান্ত পদযুগল, স্পর্শে আঙ্গুল ছুয়ে যায়,
ঘাড় এলিয়ে শোবে ; তোমাকে ছোঁবে পরম মমতায় ।
আমি অনেক অনেক দূরে সীমাহীন নীলিমা
অস্তিত্বহীন কায়া , ছায়ার অন্তহীন সীমা ।
আমাকে দেখবে তুমি, যেমন আমিও তোমায় দেখি
দেখাদেখির তৃষ্ণায় কেটে যাক জীবন বাকি ।
১৮/০২/১৫

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ