নগর

সিকদার ১৯ মার্চ ২০১৬, শনিবার, ০৭:২৯:২৪অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য

12802743_1876408305918794_6042886173404016255_n

গ্রাসিতে সবুজ আসিছে, ঐ নগর দানবের থাবা ,
মাটির সরলতার কোমল ক্রোড়ে আর বুজি যাইবেনাক থাকা ।
চাঁদের জোস্নার বান থাকিবেনা থৈ থৈ , সবুজ চাদর চুবাইয়া ,
বিজলীর আলোতে জোনাক-জোনাকিরা যাইবে এবার পলাইয়া।
চঞ্চল সমীরণ ধানের সুবাসে  খাইবেনা দোল অঘানের পলে পলে,
ইটের কারাগারে হারাইবে হায় আমার গাঁ খানি নগরের অতল তলে।

গ্রাসিতে সবুজ আসিছ, ঐ নগর দানবের থাবা
মাটির সরলতার কোমল ক্রোড়ে আর বুজি যাইবেনা থাকা।

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ