বর্ষা ভাবনা

সিকদার ২২ আগস্ট ২০১৬, সোমবার, ০৬:০৬:২১অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৮ মন্তব্য

mrtanim_1300383882_1-11111

এই ঝড় বাদল ফুটকাদা পানিতে ,

ভাংগা ছাতি নিয়ে বের হতে হয় জীবনের ঘানি টানিতে ।
ঘরে যদি শুয়ে থাকা যেত বিছানাতে
তাহলে হয়ত পড়িত মনে কাউকে হঠাত চকিতে ।
ট্যাক্সির ছিটানো জলে পথচারীর খিস্তি খেঁউড়ে
আঁতকে উঠা ট্রাকের বিকট ভেপুতে
চড়ুই পরানটা পালাতে চায় গায়েতে।
টিনের চালের ঝুম ঝুম বারীর নাচন শুনে
কারো কথা হয়ত স্মরীত উচাটন মনে।
নদের বানে নতুন জলের ঢেউ,
দেখিয়া পড়িত মনে অতিতে হয়ত ছিল তেমন কেউ।
ধূসর পাতায় আকা ছবি আজ সেসব মিছে
নাগরিক যাতনায় জর্জরিত আজ শহুরে বিষে ।
এই ঝড় বাতাস ফুটকাদা পানিতে ,
ভাংগা ছাতি নিয়ে বের হতে হয় জীবনের ঘানি টানিতে ।
ঘরে যদি শুয়ে থাকা যেত বিছানাতে
তাহলে হয়ত পড়িত মনে কাউকে হঠাত চকিতে ।

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ