ধূলোপড়া স্মৃতি

সুপর্ণা ফাল্গুনী ১৬ জুন ২০২০, মঙ্গলবার, ১২:০০:০৬পূর্বাহ্ন কবিতা ২৩ মন্তব্য

নীলাম্বরে গড়েছিলাম যে প্রেমের ঠিকানা,
তিমির রাত্রিতে নীলাম্বর-মৃত্তিকার অভিস্যন্দ;
পূবালী বাতাসে ছিল যে নেশাচ্ছন্ন ফুলের সুবাস,
তুমি-আমি ছিলাম দিগন্ত রেখায়।
আষাঢ়ের নবজল চিঁড়ে  রজঃস্বলা মীনদল;
হারিয়ে যেত কোন সে সুদূরে?
পাখির সিক্ত ডানায় নতুন প্রাণের স্পন্দন-
ভেঙে যাওয়া স্বপ্ন ফিরে ফিরে আসে
চোখের আরশিতে নিদের উর্ণায় ভর করে।

ধূলো পড়া অতীতে স্মৃতিরা দেয় হানা ,
বাতাসে ভেসে আসে বন্দী ক্রন্দনের করুণ সুর।
বেলা-অবেলার বাঁধনে বাঁধা পড়েনি স্মৃতির মায়াজাল;
অশোকের গভীর ঘনচ্ছায় থোকায় থোকায়
গোধূলির রক্তিম আভা ঠিকরে পড়ছে।
মৃত্তিকার বুক চিড়ে অন্ন ফোঁটে নব-রসধারায়,
মন-মন্দিরে শাঁখ বাজছে সন্ধ্যা-আরতিতে;
মনে পড়ে তুমি-আমি বাসনার তীরে ছিলাম নিমগ্ন-
আঁধারের বুকচিঁড়ে লজ্জাহীন শালুকের ফুটন্ত আসরে।

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ