ধিক্কার তোদের, অভিশাপ তোদের

নীলকন্ঠ জয় ২৯ সেপ্টেম্বর ২০১৩, রবিবার, ০৬:২৬:২০অপরাহ্ন কবিতা, মুক্তিযুদ্ধ ১০ মন্তব্য

ধিক্কার তোদের অভিশাপ তোদের
কুলাঙ্গারের দল-
এই বাংলার জল হাওয়ার সাথে
কিসের এত ছল?
বোনের সম্ভ্রম,ভাইয়ের রক্ত
মায়ের চোখের জল-
শকুনীর চোখে দেখিস তোরা
কোনসে সুখে বল?

বাহান্নতে রক্ত দিলাম
মাতৃভাষার তরে,
একাত্তুরে বেঈমান তুই
মারলি ভাইকে ধরে?
ভেবে দেখেছিস তুই নরকীট-
যুগ যুগান্ততরের ঝুট?
নইলে কি আর বোনের সম্ভ্রম,
মায়ের ইজ্জত করতি কিরে লুট?

ধিক্কার তোদের অভিশাপ তোদের
নরপিশাচের দল;
তোদের রক্তে খেলবো হলি-
মোরা মুক্তিসেনার দল।
ঘুমন্ত জাতি আজ জেগেছে-
আর কতকাল বল?
মুছবে এবার মায়ের অশ্রু,
বোনের চোখের জল।

 

 

দেশদ্রোহী বেঈমানদের অবিলম্বে ফাঁসি চাই

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ