ধন্য-বৃষ্টির আনন্দ

ছাইরাছ হেলাল ২১ নভেম্বর ২০২০, শনিবার, ০১:১৮:৫১অপরাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য

 

ফেলে আসা দূর-বন্দরের দিকে তাকিয়ে ভাবি
কবে/কখন ফিরে এসে ডুব দেব গোছল-নদীতে,
যেখানে বন্দি হয়ে আছে আজন্মের দুরন্ত আনন্দ-শৈশব;

আকাশের অগুনতি তারাগুলো রাতভর আনন্দ-হাঁটার
খুনসুটি শেষে এই মাত্র ঘুমিয়েছে,
আমার আটকে পড়া চোখ-মন গুলো শুধুই
অপেক্ষার বীজ বোনে সাফ-শুচি হয়ে;

নৈশব্দ-খড়ম-পায়ের খট-খট ধ্বনিতে
জ্বাল হচ্ছে যন্ত্রণার তীব্র আরক,
যেন বেঁধে রেখে দেবে জন্ম থেকে জন্মান্তরে;

শীত-সকালের অবগুণ্ঠিত দুরন্ত/উড়ন্ত হাসি-রোদ্দুর
হাতের তালুতে ফেলে নেড়েচেড়ে দ্যাখে,
সোনারূপার ঘূর্ণায়মান জলে ধোয়া
ধন্য-বৃষ্টির আনন্দ-উচ্ছ্বাস।

ছবি নেটের।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ