কার দোষ

আলমগীর সরকার লিটন ৬ অক্টোবর ২০২১, বুধবার, ১১:৫০:৫৫পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য

সংসার ধর্মে তেলাপোকার বাস

জায়নামাজটাও অপবিত্র হচ্ছে-
মাটির পাপগুলো নোনে যাচ্ছে
কোন চুরাগলি অন্ধকার পথ!
অথচ টিকটিকির সাবধানতার
শব্দ কানে নাকি যায় না;
তেলাপোকার কি কান আছে দুটো!
তাহলে বিধাতারী দোষ?
আমার দৃশ্যগুলো চোখে ভাসে না
তবু সন্দেহের এক গলা তেলাপোকা!
কিলবিল করে যাচ্ছে বসবাস-
তাহলে বলো বিধাতা কার দোষ।

২১ আশ্বিন ১৪২৮, ০৬ অক্টোবর ২১

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ