দৃশ্যকল্প – মায়াবী আলোর ভোরে

আগুন রঙের শিমুল ১২ এপ্রিল ২০১৭, বুধবার, ০৫:৩১:৩৭অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

ঠিক মাঝখানের বোতামটাই নেই -
সেইখানে খানিকটা অন্ধ শুন্যতা লেগে আছে,
তুমি সেই শুন্যতায় হাত বুলায়ে দিলে যেই
অমনি আমার ইচ্ছে হলো,
একটা চোখ ওখানটাতে বসিয়ে দিই ;
শুন্যতা ঢেউয়ের মতো পিছলে যাক, আলো আসুক আলো।

এবং কাধেঁর কাছে কুঁচকে থাকা আঁচলের নীচ থেকে -
উকি দিয়ে যাওয়া গোপণ রঙ,
দেবদারু বনের হাওয়ার মতোন ফুরফুরে উল্লসিত কুন্তলদাম
তার গায়ে লেগেছে যেই অবহেলায় ফিরিয়ে নেয়া হাত,
অমনি আমার ইচ্ছে হলো -
একটানে তুলে দেই হৃদমঞ্জরী ;
অলৌকিক আলোয় ভেসে যাক অনিঃশেষ আধাঁরি।

এক পা চলতেই -
সাদামাটা পাড়ের নীচে অদৃশ্য নুপূর বেজে ওঠে যেই
অমনি আমার ইচ্ছে হলো -
একজনমের সমগ্র পুণ্য, পাপ, অমৃত ও বিষ সমগ্র মিশে যাক ওখানেই।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ