দূর হোক সব ঝঞ্ঝাট

সুপর্ণা ফাল্গুনী ৪ জানুয়ারি ২০২০, শনিবার, ০৯:৫৮:২৯অপরাহ্ন কবিতা ২১ মন্তব্য

দূর হোক সব ঝঞ্ঝাট-
হাজার বছরের আবর্জনা দূর হয়ে যাক;
দূর হোক শত শত জ্বালা-যন্ত্রণার দুঃখ।
সমস্ত বেদনার আজ হোক অবসান;
মঙ্গলালোকে বাস করুক স্বর্গালোক।
সুখ বারতা বয়ে যাক সবার জীবনে।
হৃদয় জুড়ে থাক আনন্দের ধারাপাত;
দেহ-মনে বয়ে যাক শান্তির ঝর্ণা ধারা।
স-ব কালিমা নিঃশেষিত হোক-
বয়ে যাক আনন্দধারা।
এই হোক আজকের ধরনী।
পরম পাওয়ায় জীবন হোক ধন্য।
আষাঢ়-শ্রাবণের বারিধারা বর্ষিত হোক
সবার হৃদ-মাজারে।
একটুখানি পাওয়াই যেন ভরে যায় অনাবিল-আনন্দে।
গ্রীষ্মের কাঠফাঁটা রোদ পোড়ায় না যেন;
প্রকৃতিতে থাক শান্তির শীতল পরশ।
শুষ্কতার পরশ ভালোবাসায় বসত গড়ি থাকে যেন চিরসুখী-
এই হোক কামনা আজিকে;
আমি যে এক চিরদুঃখী ।
হাসি-গানে ভরে উঠুক জীবনের প্রতিটি প্রান্ত,
প্রতিটি রক্তকণায় মিশে যাক সুখের নীলকান্ত।
দূর হোক সব ঝঞ্ঝাট-
এই হোক কামনা আজিকে।

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ