দুধজ্যোৎস্নার কুমারী চাঁদ

ছাইরাছ হেলাল ২৩ নভেম্বর ২০১৬, বুধবার, ০৭:৩৯:২৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৮ মন্তব্য

এই যে হাঁটা পথের পথ ধরে চলছি, চলছি হেঁটে হেঁটে,
ফেরা হবে না আর, ঐ ফেলে আসা ফেলে যাওয়া পথে,
থেকে যাবে স্পর্শের বাইরে সুখসুখ সুখগুলো,
দুঃখ জাগানিয়া স্মৃতির মেলা;
চরৈবেতি-চরৈবেতি।

ঠোঁটফোলা মেঘাকাশের নূপুর বৃষ্টি, জ্যোৎস্না ছোঁয়া ঝিকিমিকি কাচজল,
পাথুরে প্রেমের হু-হু দমকা হাওয়া, ভোকাট্টা ঘুড়ি হয়ে উড়ে যাওয়া সোনালী স্বপ্ন,
সাঁজ গড়ানো রাতের লৌকিক-অলৌকিক-ভৌতিক নিঃশ্বাসে নুইয়ে পড়া বিধ্বস্ত শরীর,
মুক্ত হয়ে নেয়া হবে না বুকে টেনে বারান্দার মিষ্টি মিষ্টি সুবাতাস;

দুধজ্যোৎস্নায় হেসে ফেলা লাজনম্র ঝলমলে কুমারী চাঁদ
ধুপঘ্রাণের জেদ নিয়ে অপেক্ষায় দাঁড়াবে,

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ