দুই কন্যা

হালিম নজরুল ১২ সেপ্টেম্বর ২০২০, শনিবার, ০৭:৩১:৫২অপরাহ্ন ছড়া ২০ মন্তব্য

 

নদী আর বন্যা আমাদের কন্যা
মহারাণী সাজে নয়া শাড়িতে
সকাল আর সন্ধ্যে নেচে ওঠে ছন্দে
রং মাখে দাদাটার দাড়িতে

দাদা বলে দিদিভাই লেখাপড়া করা চাই
দুষ্টুমি ছেড়ে ধরো বই আজ
গুরুজনে বলে যা মন দিয়ে শোনো তা
তোমাদের মাথাতে চাই তাজ

বন্যা তো রেগে লাল
মনে হল পাঁকা ঝাল
টগবগে ঠোঁটদুটো ফুলল।
নদীটাও হেলে দুলে
চোখ লাল খাড়া চুলে
ফোঁস ফোঁস করে যেন দুলল।

সারাক্ষণ পড়ো পড়ো
জীবনটা শুধু গড়ো
শুধু পড়লেই কি মানুষ হয়!
খেলাধূলা করে যারা
অনেকেই ধ্রুবতারা
মেসি ম্যারাডোনা কি মানুষ নয়?

দাদা বলে শোনো বোন
পড়োনাকো সারাক্ষণ
সবকিছু নিয়মিত করা চাই।
লেখাপড়া খেলাধূলা
যাই কর সবগুলা
মনোযোগ দিয়ে তা ধরা চাই।

তারপর নদী আর বন্যায়
এ বাড়ির প্রিয় দুই কন্যায়
হল সেরা লেখাপড়া-খেলাতে।
তাই ছবি শপে' শপে'
সকলেই নাম জপে
রাতদিন হাটে মাঠে মেলাতে।

-----------------0 0---------------

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ