তোমায় পাই’বা না পায়

আশরাফুল হক মহিন ১৪ মে ২০২১, শুক্রবার, ১২:০৩:০০পূর্বাহ্ন কবিতা ৫ মন্তব্য

তোমায় পাই'বা না পাই
   তবুও রয়েছো হৃদয়ের আঙিনায়।

 

তুমি ভেবেছিলে আমি মনে হয়
তোমায় আর মনে করি না,

 

তোমায় পাই'বা না পাই
আমার এই শূন্য হৃদয়
শুধু তোমাকে'ই চায়।

 

বহুদিন তুমি দুরে রয়েছো
তোমার নেশার নৌকায়
আজও আমি ডুবে ডুবে যায়।

 

স্বপ্ন ছিল,আশা ছিল শুধু ছিলনা অভিমান
কিসের মোহে তুমি করলে এতো ব্যবধান!

 

আমার শহরে তুমি বিহীন
হায়নারা করছে আজ তাবা

 

আঁধারে শুধু দুঃখ নামের বিষের ভাবনা।

 

খুব কষ্টে যাচ্ছে আমার বেলা
অভিনয় দিয়ে করেছো স্বপ্ন ছাড়া।

 

একাকী নির্ঘুম, রাত আমার বন্ধু
আঁধারে আলোই চাঁদ আমার শত্রু ।

 

নতুন  করে কি  হবে জীবন?
আমি তো আগে থেকেই কাটাচ্ছি বন্দি জীবন ।

 

  1. তোমায় পাই'বা না পাই
    পরকালে যেন তোমার দেখা পায়।
0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ