তোমার জন্য অপেক্ষা

সুপর্ণা ফাল্গুনী ২৭ মার্চ ২০২০, শুক্রবার, ১১:০৩:৫৮অপরাহ্ন কবিতা ২৫ মন্তব্য

আমি অপেক্ষায় আছি-
তোমার ভালোবাসার এক এক ফোঁটা সুখ নেব বলে।
আমি অপেক্ষায় আছি-
তোমার সমস্ত দেনা-পাওনা একটু একটু করে মিটিয়ে দেব
আঁচল ভরা বাসনার সুবাসে।
তোমার বাম অলিন্দে জমে থাকা যত মান-অভিমানের ডালা ,
আজ সাজিয়ে দেব আমার অধরের প্রস্ফুটিত গোলাপের পাপড়ি দিয়ে।
আজ যদি ঘুমের দল চোখের পাতায় বসত গড়ে;
বলবো ভালোবাসতে দাও মোরে- ঋণ শোধ করিবার তরে।

আমি অপেক্ষায় আছি-
চৈত্রের খরতাপে চৌচির তোমার বুকের জমিন-
ভেজাবো আমার চোখের জমানো শ্রাবণধারায়।
তুমি আসবে লাবণ্যহীন ঝরা পাতার লাবণ্য হয়ে,
নতুনের আগমনী বার্তা নিয়ে।
বিরহের সুর-মূর্ছনায় বিরস বদনে বয়ে যাওয়া দিনপঞ্জি ,
তোমার আমার সঙ্গম ধারায় হারাবে-প্রমত্ততা পদ্মার আবক্ষে।

তোমার কপোল বেয়ে ঝরে পড়া লোনাজল ,
চঞ্চুর অম্বরচুম্বিতে শুষে নেব।
তোমার আমার নেশার উন্মাতালে-
বেলা অবেলার এলোমেলো খেরোখাতা পড়ে থাক;
ধূলোর এক ইঞ্চি আস্তরণের আবরণে।

0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ