“তুমি”

নীলাঞ্জনা নীলা ১৮ অক্টোবর ২০১৬, মঙ্গলবার, ১০:৪৫:৩৩পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৩২ মন্তব্য

তুমি মানেই না-পাওয়া...
তুমি মানেই না-পাওয়া...

যতোবার ভাবি নাহ আজ থেকে আর লিখবো না।
কি হবে লিখে শুধু শুধু শব্দ খরচ করে!
অক্ষর-কপাটে "ত যোগ উ-কার" এবং "ম যোগ ই-কার" তালা দিয়ে রাখি,
যাতে কিছুতেই "তুমি" শব্দটা ভাবনাকে বন্দী করে না রাখে।
নাহ! হয়না! কিছুতেই কিছু হয়না---
"তুমি" চলেই আসে।
আর "তুমি" মানেই দীর্ঘ দীর্ঘশ্বাস, না-পাওয়া, হাহাকার, হা-হুতাশ!
তাই প্রতিদিনই ভাবি এই এখন থেকেই আর লিখবো না,
তবুও লিখেই যাই---
কারণ যখনই থামিয়ে দেই লেখা, ঘাড়ের কাছে কেউ নিঃশ্বাস ফেলে
ফিসফিসিয়ে বলে, "এই মেয়ে, আমার জন্যে তুমি লেখো প্লিজ।"
ওকে এড়িয়ে যাবার মতো মনের জন্ম হয়নি আজও।

 হ্যামিল্টন, কানাডা
১৭ অক্টোবর, ২০১৬ ইং।
0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ