ঝুলন্ত সম্পর্ক

সুপর্ণা ফাল্গুনী ৩০ জানুয়ারি ২০২১, শনিবার, ১২:০০:১৩পূর্বাহ্ন কবিতা ২৮ মন্তব্য

 

ঝুল বারান্দার মতো তুমি, আমি, আমরা ঝুলে আছি।
চাওয়া পাওয়ার হিসেব-
বামন হয়ে চাঁদের শুভ্রতা নিজস্ব সম্পত্তি,
ডোবায় পদযুগল ভিজিয়ে সমুদ্রের অতল পরিমাপ করা,
পৌষালি অংশু মেখে শীতের উষ্ণতা ছুঁয়ে থাকা!
কুয়াশার ধূসরতায় ডুবে যাচ্ছে অন্তহীন পথ-চলা।
শিরা-উপশিরায় বিষের লহরী উপচে পড়ছে অনুভবহীন যন্ত্রণার মৃত্যুপথে।
কাঁচের চুড়িতে ঘুন ধরেছে-
কলঙ্কের কালিমায় আলোকজলে ধূসরতা দীর্ঘায়ু ছুঁয়েছে।

ধ্রুম্রজালে রোদকণা ক্ষয় রোগে সমর্পিত,
নির্ঘুম রাত বাতাসে হুতুম-পেঁচার চিঁ চিঁ আওয়াজ।
প্রেমহীন নারী-পুরুষ গন্ধবিহীন রক্তিম শিমুলের অনল,
যে অনলে পুড়ে খাঁটি হয় যে ফাগুন।
আধ খাওয়া চাঁদটা যেন টোল পড়া নারীর মুখাবয়ব;
যেন হাওয়াই মিঠাইয়ের মতো চুপসে যায় দুআঙুলের আদুরে স্পর্শে।
ঠোঁটের আঙ্গিনার উষ্ণতম তাপে হৃদয়ের ফসল ঘরে তোলে প্রেমের কৃষাণ-কৃষাণি।
যামিনী নাভিমূলে উষার প্রাতরাশ উৎসর্গ করে ময়ূখমালী।

রচনাকাল-৭ই জানুয়ারী ২০২১

ছবি-গুগল

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ