শহর তুমি হও...

শহর তুমি হও... ছোট্টবেলায় আঁকা, ড্রয়িং খাতার ছবি।

এপাশে
কুঁড়ে ঘর, পিছে সবুজ কলাগাছ, কচি সবুজ পাতা।
দূর হতে আসা, কলসি কাঁখে মেয়েটার রং বাদামী।
হলুদ-সবুজ ধানক্ষেতে ছেলেটা উড়ায়, লাল একটা ঘুড়ি।

খাতার মাঝ বরাবর নদী। নদীর রঙটা আবার নীল।
শান্ত শান্ত ঢেউয়ে, সাদা পালে পাড়ি দেয় কালো রঙের মাঝি।

ওপাশে
ঢেউ খেলানো সবুজ সবুজ গ্রাম, কর্নারে জোড়া তালগাছ।
উপরে সূর্য মামার দিকে, উড়ে যায় ঝাঁকে ঝাঁকে পাখি...

শহর তুমি হও... ছোট্টবেলায় আঁকা ড্রয়িং খাতার ছবি।
----------------------------------------------------------------
-
-
-
❑ সিপাহী রেজা, ২৩ জুন ২০১৩

ফুল হয়ে যাই পাথরে…

-
-
-
——————————-
-{@ কৃতজ্ঞতা:
১. সিপাহী রেজা
২. কবিতা আশ্রম
——————————-

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ