#তুমি শব্দটা যখন তুইতে পরিণত হয় তখন সম্পর্কটার নাম হয় বেস্টফ্রেন্ড বা প্রিয় বোন,ভাই সম্পর্কটা হয়ে যায় সবচেয়ে আপন, সবচেয়ে মধুর।
সবচেয়ে কাছের মানুষকে আমরা তুই বলে সম্বোধন করি।

#আবার..তুই শব্দটা যখন তুমিতে পরিণত করতে হয়, তখন সেই সম্পর্কটা হয়ে যায় শ্রদ্ধা,সম্মানের আর ভালোবাসার নির্ভরতার।
বন্ধুর সাথে বিয়ে, বা আত্মীয়তার বয়সে ছোট কারো সাথে বিয়ে।

#তুমি থেকে শব্দটা যখন আপনিতে চলে যায়! তখন সম্পর্কটা হয়ে যায় নষ্ট।
আর সম্পর্কটা হয়ে যায় সবচেয়ে দূরত্বের ধরা ছোঁয়ার বাইরে।

#আপনি থেকে সম্পর্কটা যখন হঠাৎ তুই চলে আসে তখন সেই সম্পর্কটা হয়ে অশ্রদ্ধা,অসম্মানের যা আমাদের কারো কাম্য নয়।

#তুই,তুমি,আপনি শব্দ গুলো সম্পর্কের উপর নির্ভরশীল।
কার সাথে কার কি সম্পর্ক তার উপর।

-আমার কাছে তুই বেস্ট শব্দ ছোটদের জন্য।
-আমার কাছে তুমি বেস্ট বড়দের জন্য।
-আমার কাছে আপনি বেস্ট বায়োজেষ্টদের জন্য।

সুরাইয়া নার্গিস আলিফ।

0 Shares

৩৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ