তাঁকেই খুঁজি (মুজিব পর্ব-৪৪)

শামীনুল হক হীরা ২২ নভেম্বর ২০২০, রবিবার, ১০:৩৫:৫১পূর্বাহ্ন কবিতা ৪ মন্তব্য

আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!
প্রতিটি ভোরের সূর্যদ্বয়ে রাঙ্গা সকালে,
প্রতিটি সূর্যাস্তে অপূর্ব সোনালী বিকেলে।
প্রতিটি দুপুরে তপ্ত রোদে মায়াবী ঝিলিকে,
প্রতিটি রাতের মনোমুগ্ধকর মিষ্টি আঁধারে।
যাকে ভেবে কবি মহাদেব সাহা লিখেছেন-
"যখন ভোরে আকাশ জাগে শিশির
পড়ে ঘাসে/পাখি ডাকা সেই সকালে
মুজিব ফিরে আসে"।

তাঁকেই খুঁজি দেশদ্রোহীদের বিরুদ্ধে সকল
প্রতিবাদী কন্ঠস্বরের মাঝে,
দেশের সাথে মানুষের ভালবাসার মাঝে।
দেশের শত্রুর বিরুদ্ধে বিদ্রোহের মাঝে।
যে শুনিয়েছিল স্পষ্ট অমর এই বাণী-
"বাংলার মানুষ কোন মানুষের বিরুদ্ধে নয়,
বাংলার জনগণ জালেমের বিরুদ্ধে সে
যেখানেই পয়দা হোক না কেন"।
যে ছিল সেই বাংলার একমাত্র সাহসী নবাব
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!

0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ