তবুও হেঁটে যাই

হালিম নজরুল ১০ মার্চ ২০২০, মঙ্গলবার, ০৯:৩৪:২৬অপরাহ্ন কবিতা ২৭ মন্তব্য

 

ছোপ ছোপ রক্তের দাগ,কিছু ভস্ম-ছাই,
আর লাশের গন্ধ পেয়েও বিস্মিত হলাম না।
মিনার-মাস্তুলের আবছা আলোর আভা---
আমাদের টেনে নিয়ে গেল ভাগাড়ের কাছাকাছি।

বাতাসে প্রতিহিংসাপরায়ন ধ্বংসের তাগিদ।

আলুথালু বর্তমান,স্মৃতিকাতর নাষ্টালজিয়া ভুলে
আমরা পা বাড়ালাম মায়াবী রাত্রির দিকে।
প্রতিবিম্বে ভাসছিল অনন্ত সুখ,তিলোত্তমা-স্বর্গ।

বহুদূর হেঁটেছি আমরা;অন্তহীন ঘড়িটার মতই।

কিন্তু এ কি!দিনশেষে কোথায় পৌঁছলাম আমরা!

এই পড়ন্ত বিকেলে নৈরাশ্যবাদ-------
ক্রমশঃ গিলে খেতে চায় আমাদের!
বাতাসে বাতাসে মৃত্যুর খেয়া-------
শূন্যতা টেনে আনে স্বপ্নের শাখায়।

তবুও আমরা হেঁটে যাই।
একটা নির্ভীক প্রতিবাদ,বেঁচে থাকবার আর্তনাদ,
কতিপয় প্রতিবাদী লাশ,আর একটি লালসবুজ পতাকা
আমাদের মনে করিয়ে দেয়---
এখনো ছুঁয়ে আছি মায়ের আঁচল,
সমুখে অপেক্ষমান একটি "সোনার বাংলাদেশ"।

***---------------------------------------****

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ