ঢং

সোনেলা রোদ্দুর ২৪ জুন ২০১৪, মঙ্গলবার, ১২:৫৯:১১পূর্বাহ্ন অন্যান্য, একান্ত অনুভূতি ৩৫ মন্তব্য

ঢং একটি বাংলা শব্দ । বাংলা ডিকশনারি / অভিধান অনুযায়ী এর অর্থ :

১ । ছলাকলা, ছল, ভান, রঙ্গ; ন্যাকামি (কত ঢং যে জানো);
২ । গড়ন, গঠন, ভঙ্গি, রীতি (গাওয়ার ঢংটি বেশ ভালো)।
৩ । ঘণ্টার আওয়াজ; ধাতু পাত্র প্রভৃতিতে আঘাতের আওয়াজ। [ধ্বনি.]
৪ । ঢং ঢং  : ক্রমাগত ঢং শব্দ (ঢং ঢং ঘণ্টা বাজছে)।

এই ঢং থেকে এসেছে ঢঙী শব্দ  > (স্ত্রী.) ঢং করে এমন।

কেনো এই পোষ্ট ?
আমি নাকি ঢঙী  ! !   ফেইসবুকে আইডি করে আমার এই অপবাদ জুটলো 🙁
আমি কোন ধাতু দ্বারা নির্মিত ঘন্টা নই যে আমাকে আঘাত করলে কোন আওয়াজ হবে ।
আমি কোন ছলাকলা, ছল, ভান, রঙ্গ; ন্যাকামি ও করিনি কারো সাথে ।
আমার গড়ন, গঠন, ভঙ্গি, রীতিতে কি এমন আছে যে আমাকে ঢঙী বলা হবে ? ;(
তাও আবার এমন ফটো দিয়ে !! 🙁

আমি আপনার কি ক্ষতি করেছি ? আমি তো কোনদিন আপনাকে ভেংচি দেইনি ? আপনার পাকা ধানেও মই দেইনি । সামান্য একটা চিমটিও দেইনি আপনাকে । তাহলে কেনো আমাকে এমন উপাধী দিলেন ?   🙁

আর আমাকে এমন বলেছেন এই সোনেলা ব্লগের একজন ব্লগার । দয়া করে কেউ মন্তব্য করবেন না ' ঝাতি তাহার নাম জানিতে চায় ' । তাঁর নাম প্রকাশ করে এই অভাগা ঝাতিকে উদ্ধার করতে আমি ইচ্ছুক নহি ।

তবে আমি কিছুটা কনফিউশনে আছি , কারণ সে আমাকে সরাসরি কিছুই বলেননি । অন্য একজন ব্লগার আমাকে জানিয়েছেন , সে নাকি আমাকে এমন ঢঙী বলেছেন , সাথে নাকি এই ছবিটাও দিয়েছেন । তিনি যে সত্যি বলেছেন তা তো নাও হতে পারে । তিনিও তো কুটনামি  করতে পারেন ।

ফেইসবুকে আইডি না করলে কত কিছুই অজানা থেকে যেতো 🙂

0 Shares

৩৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ