ঠাঁই

জাহাঙ্গীর আলম অপূর্ব ১৪ ফেব্রুয়ারি ২০২১, রবিবার, ০৩:০৮:৩১অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য

আমার মাথা গোঁজানো ঠাঁই নেই,

থাকতাম ঐ পথের ধারে দাঁড়িয়ে থাকা

শিমুল গাছের নিচে বসে।

জন্মের পর আমার কাছে কেউ নেই

আমার সব তো ছিল ঐ শিমুল গাছ খানি

হঠাৎ এক ঝড় এসে আমার মাথা গোঁজানোর ঠাঁই

টুকুও অনায়াসে কেড়ে আমার ঠাঁই টুকু।

জীবনের সর্বস্ব দিয়ে আঁকড়িয়ে ছিলাম তাকে

জানি না কেন বিধাতা এরূপ করে আমার সাথে

সাত জন্মে আমার কেউ নেই ,

সত্যি আমার কেউ নেই।

যা ছিল তা কাল বৈশাখী ঝড় সব নিয়েছে কেঁড়ে।

আমার সদা দুঃখ আর দুঃখ

সমাজে জীবনে বিরুদ্ধে জীবন

সুখের বিরুদ্ধে সুখ

আমার ঠাই আজ যাযাবরের স্বর্গরাজ্যের মতো।

রচনাকালঃ

১৩/০২/২০২১

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ