ট্রিবিউট ফর তাজিন আহমেদ

আগুন রঙের শিমুল ২৩ মে ২০১৮, বুধবার, ০৪:২২:২৬পূর্বাহ্ন বিবিধ ৮ মন্তব্য

চোখ বুজে কোন সুন্দর হাসিমুখ ভাবলে যে মুখের ছবি ভেসে ওঠে তিনি আজ চলে গেলেন, না ফেরার দেশে। গজদাতে অমন আলো ছড়ানো হাসি আর দেখিনি।

সেই সাদাকালো টিভিতে প্রথম দেখা, পরিপূর্ণ হাসি। অল্পবয়সী মনে ফেলেছিল গভীর ছাপ, আজও কোন পরিপূর্ণ নারী দেখলেই হাসিতে অজান্তেই তার ছায়াঁ খুজি। তিনি তাজিন আহমেদ।

দিলারা ডলি রচিত ও শেখ নিয়ামত আলী পরিচালিত ‘শেষ দেখা শেষ নয়’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তার অভিনয়যাত্রা শুরু হয়েছিল। নাটকটি ১৯৯৬ সালে বিটিভিতে প্রচার হয়। এরপর তিনি অসংখ্য নাটক-টেলিছবি দর্শকদের উপহার দিয়েছেন। হুমায়ূন আহমেদের নাটক ‘নীলচুড়ি’তে অভিনয় করেও বেশ আলোচিত হন।

অভিনয়ের বাইরে লেখালেখির কাজেও যুক্ত ছিলেন তাজিন। লিখেছেন একাধিক নাটক। আর নিয়মিত মিডিয়ায় সময় দিতে না পারলেও উপস্থাপনায় ছিলেন বেশ দাপুটে। এনটিভিতে প্রচারিত ‘টিফিনের ফাঁকে’ অনুষ্ঠানে টানা ১০ বছর উপস্থাপনা করেন তিনি। একাত্তর টিভিতেও ‘একাত্তরের সকালে’ হাজির হয়েছেন তিনি।

এই জীবনে রুপমুগ্ধ হয়েছি খুবই কম মানুষের, মুগ্ধতার আবেশ ছড়ানো রুপবতীগনের একজন ছিলেন তিনি। তাজিন আজ চলে গেলেন, ভালো থাকবেন ওপারে প্রিয় তাজিন।

 

 

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ