আজকাল আর তেমন রূপবতী চোখে পরেনা, কি বাস্তবে কি রূপালী পর্দায়।

এদেরকে আবেদনময়ী মনে হয় ঠিকই, কিন্তু ঠিক রূপবতী মনে হয় না।

সবই কেমন যেন 🙁

হতে পারে সৌন্দর্যের সংজ্ঞা বদলে গেছে কিংবা দেখার চোখ।

না হলে একদা যার হাসি দেখে আত্মহত্যার সাধ জেগেছিল আজকাল আর তার হাসি তেমন ভাংচুর লাগেনা কেন?

 

অথবা হতে পারে

কৈশোরে যাদের দেখে রূপান্ধ হয়ে গেছি তারাই অবচেতনমনে এখনো রাজত্ব করছে, তাই আর কাউকেই চোখে ধরেনা।

 

#১

শিমুলদি

আমার পিচ্চিকালের টিচার। এলাকার সারা জাগানো রূপসী।

পড়ার সময় যদিও ছিলো সাতটা থেকে আটটা একঘন্টা, কিন্ত সেটা কোনদিনই এক ঘন্টায় শেষ হয়নি।

সাড়ে ছয়টা পার হয়নি কোনদিনই পৌছাতে। উনারা ছিলেন আচার নিষ্ঠ শাক্ত।

প্রতিদিন ভোরে স্নান সেরে কালীপুজো করতেন, এবং সকলের ছোঁয়া বাচিয়েই চলতেন।

কিন্তু কিভাবে কিভাবে যেন একটা মুসলমান পিচ্চির জ্যামিতি বক্স ভরে নিয়া আসা ফুলও প্রবেশাধিকার পেয়ে গেছিলো পুজোর ঘরে 🙂

 

আমি কোনদিন বাংলায় ৭০ এর নীচে পাইনি, অথচ আহামরি ছাত্র কোনকালেই ছিলাম না।

উনি বাংলা পড়াতেন আমাদের।

এক ভোরে উঠে শুনি উনারা কেউ নেই, ফিরবেন না আর কোনদিনই।

ইন্ডিয়া চলে গেছেন একেবারে।

তারপর কতদিন একা একা উনাদের বাড়িতে ঘুরে এসেছি ...... কত দুপুর।

 

#২

বিথী আপা

কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্র আমি নিতান্তই পুলাপাইন।

উনি সেকেন্ড ইয়ারের বড় আপু, কলেজের ভিপি, জিএসরা কথা বলার জন্য উন্মুখ। উনি নির্বিকার।

প্রায় দিনই কলেজে পৌছতেই উনার হাতে পাকরাও 🙂

চল ঘুরে আসি ক্লাশ কর্তে হবেনা। নদীর পার ধরে হাটাহাটি, এই কথা সেই কথা ...... উনি বড় আপু আমি ফার্স্ট ইয়ারের পিচ্চি 🙂

 

বছর দশেক পর লঞ্চ পোস্তগোলা ব্রীজ পার হচ্ছে, হঠাৎ এক ভদ্রলোক এসে বলছেন তোমার নাম এই?

হু

তোমাকে ডাকে

কে?

তোমার বিথী আপা

😮

 

এবং এক শাড়ি গয়নার শোরুমের সাথে দেখা :/

পিচ্চিকালের ভালোলাগার মানুষদের কাছাকাছি বড় হয়ে যেতে নেই।

 

#৩

ববিতা

স্ট্যানিং বিউটি।

বিরাজ বৌ কমকরেও ১৫ বার দেখেছিলাম।

লালপেড়ে শাড়ি পরা স্নান সেরে আসতেছে নদী থেকে

...... আমাকে অন্ধ করে দিয়েছিল চাদ।

 

#৪

তাজিন

গজদাঁতে হাসি .....

 

#৫

মাধুরী

হাসি  ... আহহ ভাংচুর ভাংচুর।

 

#৫

বিপাশা হায়াত

চোখ বুজলেই লবঙ্গ বেগম....... শাড়ির এড বিপাশা রূপসী শাড়িতে

#৬

ফাহমিদা নবী

আকাশ ও সমুদ্র অপার

বাঙ্গালী নারীর সৌন্দর্য......

......... আজও উনারে দেখলেই মাই হার্ট মেল্টস ডাউন।

 

 

 

এবং

একমাত্র বিদেশী মেয়ে

হেনা

মোস্তফা গেমসের ... বাস্টি :p

শিমুল ফুলের ফটু কার্টেসী শাহনাজ বু 
0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ