ঝিনুক শিশু

রিতু জাহান ১৩ আগস্ট ২০১৬, শনিবার, ০৫:১৩:২৭অপরাহ্ন একান্ত অনুভূতি ২১ মন্তব্য

পথের পাশে ঘুমন্ত শিশু,

শক্ত খোলসে ঝিনুকের বুকে, মুক্তার মতো। হিরা খণ্ডের মতো ঝিলিক না দিলেও উজ্জল চকচকে, এক মুক্তা মুখ।

এ শিশুর জন্ম এক ভাগ্য বিতারিত নারীর শোকের বাসরে, জনন প্রক্রিয়ার এক অনিবার্য পরিনতিতে, জৈবিক তাড়নায় জন্ম হয়েছে এ শিশুর, জনকের পুত্রার্থে নয়।

এ জন্মে হয়নি কোনো উৎসব, আনন্দ, উচ্ছাস, উল্লাস দীঘির পদ্মের মতো মতো হেসে ওঠেনি তার গর্ভধারিণী ঐ মূর্তিটি। ফুলের পাপড়ির মতো প্রস্ফুটিত হয়নি তাই এ শিশু। পথের পাশে ফুটে ওঠা বুনো ফুলের মতো, পায়ে দলেও আঙ্গুলের ফাঁকে উঁকি দিয়ে জানান দিচ্ছে তার অস্তিত্ব।

এ পথ শিশুর জন্য অপেক্ষা করেছিল এ পৃথিবীর নির্মল আলো বাতাস। কিন্তু এ জন্মই যে তার আজন্ম পাপ। তাই এ আলো হল তপ্ত বড়, বাতাস তাও বিষাক্ত। এ শহরের অসহনীয় কোলাহল, তার জন্য ঘুম পড়ানির গান। এ শিশুর জন্মের ক্ষণে জনক জননীর বুকে প্রেমের কোনো সুর বাজেনি। এ শিশু তাই শক্ত খোলস ভাঙবে না। মনে তার প্রেম জাগবে না, উঠে আসবে না কোনো নতুন সভ্যতা।

বিঃ দ্রঃ এই লেখাটা খাতায় শব্দের মালা গাঁথতে সাহায্য করেছে জিসান ভাইয়ার একটা ভ্রমন কাহিনী পড়ে। তাই এই লেখাটা জিসান ভাইর সৌজন্যে। জানিনা কতটুকু মালা গাঁথল।

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ